১০ শতাংশ ধনীর হাতে বিশ্বের তিন-চতুর্থাংশ সম্পদ!
২০২৬ সালের বিশ্ব বৈষম্য প্রতিবেদন অনুযায়ী ধনী-দরিদ্রের সম্পদ এবং আয়ের ব্যবধান চরমে পৌঁছেছে। বৈশ্বিক ব্যক্তিগত সম্পদের ৪ ভাগের ৩ ভাগের মালিক মাত্র ১০ শতাংশ মানুষ। বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চল উত্তর আমেরিকা ও ওশেনিয়া। আয় এবং সম্পদের বৈষম্যের মাত্রা সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায়। এদিকে, আয় বণ্টনে এশিয়ার দেশগুলোর কাঠামো সুষম রয়েছে।