রেলের ৭০ শতাংশ দুর্ঘটনা লাইনচ্যুতির কারণে
গরম এলেই জনমনে বাড়ে রেললাইন বেঁকে দুর্ঘটনা হওয়ার শঙ্কা। তাতে এ সময় সীমিত গতিতে চলার স্থায়ী আদেশও রয়েছে রেলের। রেলের তথ্য থেকে জানা যায়, ৭০ শতাংশ দুর্ঘটনা ঘটে লাইনচ্যুতির কারণে। তবে তাপমাত্রা ছাড়াও রেল দুর্ঘটনার অন্যতম কারণ রেললাইনের বেহাল অবস্থা আর অপরিকল্পিত ব্যবস্থাপনা। বিশেষজ্ঞরা বলছেন, চুম্বকীয় হিট সেন্সর বসানো ও লোহার পাতের তাপমাত্রা কমাতে করা যেতে পারে সাদা রং।