রাজধানীতে অরক্ষিত বৈদ্যুতিক কাঠামো: বাড়ছে ঝুঁকি, আমলে নিচ্ছে না সিটি করপোরেশনের অভিযোগও!
রাজধানীর রাজপথের দু’ধারে বসানো বৈদ্যুতিক কাঠামো যেন অরক্ষিত ভাণ্ডার। প্রকাশ্যেই কংক্রিট ভেঙে কেটে নেয়া হয়েছে বৈদ্যুতিক তার। যাতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। বারবার অভিযোগ করেও কোন সুরাহা পায়নি খোদ সিটি করপোরেশন। এমন অবস্থায় সামাজিক মূল্যবোধ আর নিরাপত্তার কড়াকড়িই পারে সমাধান আনতে বলছেন সংশ্লিষ্টরা।