আবারো ভেঙেছে সাতক্ষীরার বেতনা নদীর বেড়িবাঁধ
সংস্কারের পর আবারো ভেঙেছে সাতক্ষীরার বেতনা নদীর বেড়িবাঁধ। নতুন করে প্লাবিত হয়েছে সদর ও তালা উপজেলার ৬টি ইউনিয়নের নিম্নাঞ্চল। সড়ক ও বাড়িঘরে পানি ঢুকে পড়ার পাশাপাশি তলিয়ে গেছে শত শত মাছের ঘের। নষ্ট হয়েছে আমন ধান ও সবজি খেত। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা স্থানীয়দের।