লাগাম ছাড়িয়েছে ভারতীয় চালের রপ্তানি মূল্য
চলতি সপ্তাহে লাগাম ছাড়িয়েছে ভারতীয় চালের রপ্তানি মূল্য। পাঁচ শতাংশ ভাঙা আধাসেদ্ধ ধরনের চাল প্রতি টন বিশ্ববাজারে বিক্রি হচ্ছে রেকর্ড ৫৫২ থেকে ৫৬০ ডলারে। বাড়তি দামে ক্রেতারা মুখ ফিরিয়ে নেয়ায় বিপাকে ভারতের ব্যবসায়ীরা, দায়ী করছেন রপ্তানি শুল্ক গণনা নিয়ে স্বচ্ছতার অভাবকে। অন্যদিকে, চালের দাম সাধারণের নাগালে আনতে অপেক্ষা তীব্র হয়েছে থাইল্যান্ডের চালের জন্য।