টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমার মূল বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসর বসে। বিয়ে পড়ান ভারতের মাওলানা যুহাইরুল হাসান। বিয়ে সম্পন্ন হওয়ার পর নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করে মোনাজাত করা হয়।