বিপ্লবের-ঘোষণাপত্র

গণঅভ্যুত্থানে অংশ নেয়া সব পক্ষের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র তৈরি করবে সরকার

গণঅভ্যুত্থানে অংশ নেয়া সব পক্ষের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র তৈরি করবে অন্তবর্তী সরকার। এ বিষয়ে বিলম্ব করা হবে না বলেও উল্লেখ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব রাজনৈতিক দলের সমর্থন ও ঐক‍্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে না পারলে এটি শক্তিশালি ও গ্রহণযোগ‍্য হবে না। জামায়াত বলছে, ঘোষণাপত্র দেয়ার বিষয়ে সরকারের সঙ্গে একমত সব রাজনৈতিক দল। তবে ঘোষণাপত্র নিয়ে যেন রাজনৈতিক ঐক্যের ফাটল তৈরি না হয় এবং রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান বিএনপির। আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এসব কথা উঠে আসে।