বিপিএলের এগারতম আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনিয়ম মোটা দাগে প্রশ্ন তুলেছে। এমন পরিস্থিতিতে এসব বিষয় তদারকির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, ক্রিকেটারদের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সব ব্যাপারেই দেখভালের কথা জানায় বিসিবি।