ব্রাজিলে বন্যপ্রাণিদের ঠান্ডা রাখতে খাওয়ানো হচ্ছে আইসপপ!
ব্রাজিলে তীব্র গরমে অতিষ্ঠ বন্যপ্রাণিদের ঠান্ডা রাখতে খাওয়ানো হচ্ছে আইসপপ। গ্রীষ্মের দাবদাহ থেকে জন্তুদের প্রশান্তির জন্য অভিনব এ উপায় বের করেছে রিও ডি জেনিরো শহরের বায়োপার্ক চিড়িয়াখানা কর্তৃপক্ষ, যা নিবিড়ভাবে তত্ত্বাবধান করছেন জীববিজ্ঞানী ও পশু চিকিৎসকরা।