বাস-র‌্যাপিড-ট্রানজিট

মুখ থুবড়ে পড়েছে অবকাঠামো, আদৌ কি চালু হবে বিআরটি সেবা?

আবর্জনার স্তূপ তার ভেতরে ভবঘুরেদের বসবাস। হস্তান্তরের আগেই দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে ঢাক-ঢোল পেটানো জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত দেশের প্রথম বিআরটি প্রকল্প। ২৫টি স্টেশনসহ এ প্রকল্পের বিভিন্ন অবকাঠামো এমনভাবে জীর্ণ যে; তাতে প্রশ্ন উঠেছে, আদৌ এখানে বিশেষায়িত বিআরটি সেবা চালু হবে কি-না? তবে বাস্তব পরিস্থিতি যাই হোক, এই ডিসেম্বরেই প্রকল্প হস্তান্তরের পরিকল্পনা নিচ্ছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে খরচ না বাড়িয়ে বিদেশি কোম্পানিকে দেয়া হোক বিশেষায়িত বাস পরিচালনার দায়িত্ব।