বায়ু দূষণে শীর্ষে দক্ষিণ এশিয়ার তিন শহর
বাতাসে দূষণের মাত্রা চরমে। আজ (শনিবার, ১৬ নভেম্বর) বায়ু দূষণে শীর্ষে দক্ষিণ এশিয়ার তিন শহর দিল্লি, লাহোর ও ঢাকা। টানা চতুর্থদিন বাতাসের মান গুরুতর থাকায় পেট্রোল ও ডিজেলচালিত চার চাকার যান চলাচল নিষিদ্ধ করেছে দিল্লি। নির্দেশ অমান্যে গুণতে হবে ২০ হাজার রুপি জরিমানা। অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাবে বড় বড় সব শহরে জারি করা হয়েছে কঠোর লকডাউন। বৃষ্টির জন্য বিশেষ নামাজে প্রার্থনা করেছেন লাখো মুসল্লি।