মৌসুম শুরুর পর থেকে চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন, এর মধ্যে মারা গেছেন ৯ জন। মশা নিধনে সিটি কর্পোরেশন নতুন ভেষজ ওষুধ ছিটানোর পাশাপাশি লোকবল বাড়ালেও জনমনে আতঙ্ক কাটছে না। তারা বলছেন, কর্পোরেশনের কার্যক্রম পর্যাপ্ত নয়।