আর্থিকখাত সংস্কার ঠিক থাকলেও রিজার্ভের লক্ষ্য অর্জনে পিছিয়ে থাকায় আইএমএফের অসন্তুষ্টি
বাজেট সহায়তা ও রিজার্ভ বাড়াতে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তায় অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাব্য অর্থায়নের প্রয়োজনীয়তা মূল্যায়ন করছে আইএমএফ মিশন। এজন্য অর্থ উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠক করে সংস্থাটি। ব্যাংকখাত সংস্কার, অর্থপাচার রোধে সহায়তা ও ট্যাক্স রিটার্নের আধুনিকায়নে এই ঋণের অর্থ ব্যবহারের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। তবে আর্থিকখাত সংস্কারে বাংলাদেশ সঠিক পথে থাকলেও রিজার্ভের লক্ষ্য অর্জনে পিছিয়ে থাকায় অসন্তুষ্টি জানিয়েছে আইএমএফ।