৭৫ বছরের ইতিহাসে প্রথম চায়ের দাম নির্ধারণ
নিলামে দাম না পাওয়ায় গেল বছর ৪৬৫ কোটি টাকা লোকসান হয় দেশের চা বাগানগুলোর। সংকট নিরসনে চা বোর্ড চায়ের সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইস বেঁধে দেয়ার পর চট্টগ্রামে নিলামে চায়ের দাম বেড়েছে। তবে অবিক্রিত থাকছে ৪০ থেকে ৪৫ শতাংশ চা। মৌসুমের শুরুতে ভালো মানের চায়ের সরবরাহ কম থাকায় লাভ লোকসান হিসেব করে চা কিনছেন বিডাররা। নিলাম সংশ্লিষ্টরা বলছেন, শুধু চায়ের লিকারের ভিত্তিতে দাম নির্ধারণ করা যথায়থ হয়নি।