আমি শেষ পর্যন্ত থাকতে পারলে ম্যাচটা বের হয়ে যেত: তানজিদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসে ক্ষোভ প্রকাশ করেন তানজিদ হাসান তামিম। নিজের দোষও অকপটে স্বীকার করলেন এই তরুণ ব্যাটার। শেষ পর্যন্ত নিজে মাঠে থাকতে পারলে ম্যাচটা জেতা সম্ভব ছিলো বলেও মন্তব্য করেন তিনি। তবে দীর্ঘ ১৯ বছরেও বড় দলগুলোর মতো না হওয়ায় আক্ষেপও ছিল তামিমের কন্ঠে।