হেমন্তে ব্যস্ততা বেড়েছে কৃষকের, চাঙা কৃষি অর্থনীতি
প্রকৃতি ও জনজীবনে নানা বৈচিত্র্য নিয়ে আসে হেমন্ত। শীতের আগমনি বার্তা দেয়ার পাশাপাশি যা গ্রামীণ জনপদকে করে কর্মচঞ্চল। এ সময় নতুন ধান ঘরে তোলা, হরেক রকম ফল-ফসল আর খেজুর গুড়ের ব্যবসা ঘিরে বাড়ে বরেন্দ্র অঞ্চলের কৃষকের ব্যস্ততা। আর বৈচিত্র্যময় এই ব্যবসায়িক কর্মকাণ্ড সমৃদ্ধ করে স্থানীয় অর্থনীতিকে।