পানি নামলেও এখনো দুর্ভোগ কাটেনি বন্যার্তদের
সময়ের সাথে উন্নতি হচ্ছে বন্যা কবলিত জেলার পরিস্থিতি। পানি নামলেও এখনো দুর্ভোগ কাটেনি বন্যার্তদের। ফেনীর পাঁচ উপজেলায় বন্যার পানি নেমে গেলেও দাগনভূঞাঁয় পানির নিচে ঘর-বসতি ও রাস্তা ঘাট। দেখা দিয়েছে সুপেয় পানি ও খাদ্য সংকট। একই সঙ্গে বাড়ছে পানিবাহিত রোগ। বন্যা পরবর্তীতে একই চিত্র দেখা যায় কুমিল্লায়। এদিকে নোয়াখালীতে এখনো পানিবন্দি ২০ লাখেরও বেশি মানুষ। সড়কের বেহাল দশায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ।