বিতর্ক নিয়ে ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছেন কামালা হ্যারিস
প্রেসিডেন্ট বিতর্ক নিয়ে ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কামালা হ্যারিস। বিতর্কের সময়, স্থান ও সম্প্রচারমাধ্যম নিয়ে বেঁকে বসেছে দুই পক্ষ। বাইডেন সরে যাওয়ায় এবিসি নিউজের পূর্বনির্ধারিত বিতর্ক অনুষ্ঠান বাতিল করে ফক্স নিউজের বিতর্কে অংশ নিতে কামালাকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যদিও কামালা চান পূর্ব নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হোক এবিসি নিউজের বিতর্ক।