প্রধান-উপদেষ্টা-ড-মুহাম্মদ-ইউনূস

‘অনেকগুলো আয়নাঘরের সন্ধান পাওয়া যাচ্ছে, নিখোঁজদের বিষয়ে কাজ করছে সরকার’

গণভবনে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের যে স্মৃতি জাদুঘর নির্মাণ হবে, সেখানে থাকবে আয়নাঘরের রেপ্লিকাও। চব্বিশের গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো গণভবন পরিদর্শন করে এমন সিদ্ধান্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ২৮ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অনেকগুলো আয়নাঘরের সন্ধান পাওয়া যাচ্ছে। যারা এখনো নিখোঁজ তাদের বিষয়েও কাজ করছে অন্তর্বর্তী সরকার। এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘গণভবন নির্যাতনের প্রতীক হিসেবে দাঁড়িয়ে গেছে।’