'শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ'
আগামী শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য সচিব শফিকুল আলম। সংলাপের প্রথম দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থাকবে। পরে অন্যান্য দল সংলাপে অংশ নেবে বলেও জানিয়েছেন তিনি।