পাঁচ শহরে জানাজা শেষে বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দাফন করা হবে। বুধবার তেহরানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এদিকে, রাইসির মৃত্যুতে যুক্তরাষ্ট্র শোকপ্রকাশ করলেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত ছিল তার হাত। আর মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর লয়েড অস্টিনের দাবি, রাইসির নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই।