ফরিদপুরে মহাসড়কের পাশে লাগেজ ভর্তি পেট্রোলবোমা উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে লাগেজ ভর্তি ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, আওয়ামী লীগ ঘোষিত চলমান লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশে এসব বোমা সেখানে রাখা হয়েছিল। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছেন।