সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন ছিল দলীয় কর্মী সংগ্রহের অস্ত্র!
কোটা না মেধা? লাখো তরুণের কণ্ঠে উচ্চারিত স্লোগান এটি। ১৭ বছরের শিক্ষাজীবন শেষে একটি সরকারি চাকরি পেতে রীতিমতো যুদ্ধ নামতে হয়েছে শিক্ষার্থীদের। কোটার দাপট শেষে যে কয়টি চাকরি বেঁচে থাকতো মেধাবীদের জন্য, তাতেও প্রয়োজন হতো রাজনৈতিক পরিচয়ের। আর বয়সসীমা পার হয়ে গেলে অবশিষ্ট থাকতো বুক ভাঙা আর্তনাদ। শিক্ষার্থীরা বলছেন, রাজনীতিবিদরা পুলিশ ভেরিফিকেশনকে দলীয় কর্মী সংগ্রহের অস্ত্র হিসেবেই ব্যবহার করেছে।