দেখা নেই পুলিশের। কর্মস্থল ফাঁকা। পুলিশ প্রধানের বেধে দেয়া ২৪ ঘণ্টা পার হলেও রাজধানীর থানাগুলোত এখনও যোগ দেয়নি কোনো পুলিশ। আর ট্রাফিকের নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের হাতে। জীবনের নিরাপত্তাসহ ১১ দাবি পূরণ হলেই কেবল কর্মস্থলে ফিরে যেতে রাজি তারা।