আইফোন ১৬ ও প্রো সিরিজের জন্য ৪৫ ওয়াটের নতুন ফাস্ট চার্জার উন্মোচন করেছে বেজআজ। জিএএন৬ প্রো ১সি ৪৫ওয়াট চার্জার নামে এটি আনা হয়েছে। পিডি ৩.০ প্রযুক্তিনির্ভর চার্জারটি দ্রুত চার্জিং সুবিধা দিয়ে থাকে। ফলে কম সময়ে ব্যবহারকারী র্যাপিড চার্জিংয়ের সুবিধা পাবে।