রাঙামাটিতে বিকল্প পথ না থাকায় প্রাণহানির শঙ্কা নিয়ে চলাচল
রাঙামাটির সঙ্গে সারাদেশে চলাচলের সড়ক মাত্র একটি। অথচ বৃষ্টি হলেই পাহাড়ের মাটি সড়কে পড়ে বিঘ্নিত হয় যানবাহন চলাচল। পাহাড়ের ঢাল বেয়ে নির্মিত এসব সড়কের বিকল্প না থাকায় প্রাণহানির শঙ্কা আর ঝুঁকি নিয়েই চলাচল করে যানবাহন ও যাত্রীরা। তবে, সড়ক যোগাযোগ সচল রাখতে মাটি অপসারণ ও মেরামত কাজেই জোড় দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর।