রাঙামাটির বাঘাইছড়িতে ৮ গ্রাম প্লাবিত, মারিশ্যা-দিঘিনালা সড়কে পাহাড়ধস
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চলের ৮ গ্রাম প্লাবিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে ৫৬টি আশ্রয়কেন্দ্র। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।