ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে শতাধিক পণ্যবাহী ট্রাক। আজ (মঙ্গলবার, ১০ ডিসেম্বর) ভোর ৬টায় থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির ব্যবস্থাপক আব্দুস সালাম।