চট্টগ্রাম ওয়াসার মূল সরবরাহ পাইপলাইন ফেটে গিয়ে চট্টগ্রামের অর্ধেক শহরে বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ। ভোগান্তিতে পড়েছেন অন্তত ৩০ হাজার গ্রাহক। জলাবদ্ধতা প্রকল্পে কাজ করার সময় অসাবধানতায় পাইপ লাইনে বড়সড় ছিদ্রের সৃষ্টি হয়। এই পাইপ লাইনে রাঙ্গুনিয়া প্রকল্প থেকে দৈনিক ১৪ কোটি লিটার পানি সরবরাহ চলে। কর্মকর্তারা বলছেন, পাইপলাইন মেরামত কাজ শেষ করতে সময় লাগবে আরও ৪৮ ঘণ্টা।