এক সময় পদ্মা নদীর ফরিদপুরের চরাঞ্চলকে ভাবা হতো অনুর্বর। হতো না তেমন কোনো ফসল, তাই শত শত একর জমি পড়ে থাকতো অনাবাদি। বছরের কয়েক মাস পানি থেকে জেগে থাকার পর এই চরের জমিগুলো ফের নিমজ্জিত হয় পদ্মার পানিতে। তাই ওই সময়ে এসব জমিন জুড়ে জন্ম নিতো আগাছা আর ঘাসপাতা।