তীব্র পানির সংকটে গ্রিসের পর্যটন স্পট নাক্সোস দ্বীপ
তীব্র পানির সংকটে ভুগছে গ্রিসের জনপ্রিয় পর্যটন স্পট নাক্সোস দ্বীপ। এজিয়ান সাগরের সবচেয়ে উর্বর এই ভূমির বড় জলধারাটি শুকিয়ে গেছে। কূপের পানির সঙ্গে সমুদ্রের পানি মিশে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। হুমকিতে পড়েছে পর্যটন খাত।