আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর-বগুড়ার কৃষকের ভাগ্য
আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর ও বগুড়ার কৃষকের ভাগ্য। উন্নত কৃষি যন্ত্রাংশ, বীজ ও প্রশিক্ষণে গড়ে উঠছে 'ফার্মিং স্মার্ট ভিলেজ'। অন্যদিকে, পরিবেশবান্ধব পলিনেট হাউজ প্রযুক্তি ব্যবহারে লাভবান হচ্ছেন উত্তরবঙ্গের কৃষকরা। ব্যাংক ও উন্নয়ন সংস্থা বলছে, টেকসই কৃষির জন্য অর্থায়ন অব্যাহত থাকবে।