পরিচ্ছন্ননগরী

সিলেটে কাজে আসছে না ওয়াকওয়ে

নগরীর সৌন্দর্য বাড়াতে সিলেট সিটি কর্পোরেশন স্থাপন করে ৬টি ওয়াকওয়ে। নগরবাসী স্বস্তিতে হাঁটাচলার বাড়তি জায়গা পেলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। কর্পোরেশনের ইজারায় কয়েকটি ওয়াকওয়েতে গড়ে উঠেছে ব্যবসা-বাণিজ্য। এরইমধ্যে বন্ধ রয়েছে একটি ওয়াকওয়ে।

ফাঁকা নগরী বাড়িয়েছে নগরবাসীর আনন্দ

ফাঁকা নগরী বাড়িয়েছে নগরবাসীর আনন্দ

শহরজুড়ে যেন বইছে স্বস্তির সুবাতাস। ফাঁকা শহর সাথে পরিচ্ছন্ননগরী। নেই বিরক্তিকর যানজট আর চিরচেনা ব্যস্ততা। অসংখ্য মানুষ ছেড়েছে রাজধানী ঢাকা, তাই ঈদে যেন ছুটি মিলেছে শহরেরও। ফাঁকা নগরকে অনেকেই উপভোগ করছে।