বন্যা কবলিত এলাকায় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকির দাবি
বন্যায় সরবরাহ কমার অজুহাতে বাজারে পণ্যের দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। সবজি থেকে মাছ, মুরগি এমনকি ত্রাণের সামগ্রী চিড়া, মুড়িসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। ব্যবসায়ীদের দাবি, মহাসড়ক বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। এছাড়া বন্যায় ত্রাণ বিতরণে বাড়তি চাহিদায় সৃষ্টি হয়েছে ঘাটতি। এ অবস্থায় দুর্গত এলাকায় পণ্যের দাম সহনীয় রাখতে বাজার তদারকির দাবি জানান ক্রেতারা।