নেতিবাচক প্রচারণায় থমকে আছে বাংলাদেশের পর্যটন: সিএনএনের প্রতিবেদন
পর্যটনে অপার সম্ভাবনা থাকলেও বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হারে বাড়েনি পর্যটকদের সংখ্যা। সিএনএনের প্রতিবেদন বলছে, বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে পশ্চিমাদের কাছে। ইউরোপের দেশগুলো বাংলাদেশকে দুর্যোগপ্রবণ, যানজটপূর্ণ ও রাজনৈতিক অস্থিরতার দেশ মনে করে। এছাড়া, প্রতিবেশী ভারত, শ্রীলঙ্কা ও নেপালের মতো বিকাশ পায়নি বাংলাদেশের পর্যটন খাত। তবুও বাংলাদেশে আসা বিদেশিরা শুনিয়েছেন দেশের পর্যটন খাতের সম্ভাবনার কথা।