নির্বাচনের আগে সংস্কার; বিশ্লেষকদের মত যথাযথ আর রাজনৈতিক দলের দাবি ন্যূনতম
যথাযথ সংস্কার না করে যারাই ক্ষমতায় আসুক, তারা সরকার হিসেবে দুর্বল হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সত্যিকার অর্থে সংস্কার না হলে পরবর্তীতের কোনো লাভ হবে না বলেও মনে করেন তারা। রাজনীতিবিদরা প্রকৃত ক্ষমতা হাতে নিতে চাইলে জনগণের প্রত্যাশা পূরণ করতেই হবে। যদিও ন্যূনতম সংস্কারের পরেই দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার প্রায় সব ক'টি দল।
নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও অস্বস্তি রয়েছে রাজনৈতিক দলগুলোর
অন্তর্বর্তী সরকারের নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও এ নিয়ে অস্বস্তি রয়েছে রাজনৈতিক দলগুলোর। সুস্পষ্টভাবে দিনক্ষণ ঘোষণার প্রত্যাশা ছিল তাদের। বিএনপি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের সুস্পষ্ট তারিখ চাইলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের বেঁধে দেয়া সময়ের সঙ্গে একমত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় যতদ্রুত সম্ভব নির্বাচন দেয়াই দেশ ও জাতির জন্য কল্যাণকর।