স্মার্টফোনের বিকল্প হিসেবে এবার চলে আসছে নিউরালিংক
আজকাল স্মার্টফোন ছাড়া একটি দিনও চলা অসম্ভব। স্মার্টফোন এখন ডিজিটাল যোগাযোগেরও অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। আর যদি এই ফোনই না থাকে, তাহলে কী হবে? ধারণা করা হচ্ছে এই ফোনের বিকল্প হিসেবে ভবিষতে সম্পূর্ণ নতুন এক প্রযুক্তি এর জায়গা দখল করবে। টেসলার মালিক ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে এবার চলে আসছে 'নিউরালিংক'। সেই পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক আবার লিখেছেন, ভবিষ্যতে কোনো ফোনই থাকবে না। থাকবে শুধু এই নিউরালিংক।