বগুড়ায় বছরে প্রায় ৪০ কোটি টাকার চারা বিক্রি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রায় ৩ শতাধিক চারার তৈরির নার্সারি গড়ে উঠেছে। বেগুন, পেঁপে, কপি, মরিচ, টমেটোসহ দেশি বিদেশি নানা দুর্লভ গাছের চারা তৈরিতে নিয়োজিত রয়েছে প্রায় সহস্রাধিক মানুষ। চারা উৎপাদনে কিছু সমস্যা থাকলেও বছরে প্রায় ৪০ কোটি টাকার চারা বিক্রি হচ্ছে এখান থেকে। চারা উৎপাদনকারীদের প্রশিক্ষণসহ তদারকির করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।