নরসিংদীতে তাঁত বোর্ড চেয়ারম্যানসহ ১৪ কর্মকর্তা অবরুদ্ধ
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নেয়ার দাবিতে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছেন তাঁত বোর্ড চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকীসহ অন্তত ১৪ কর্মকর্তাকে। আজ (রোববার, ৬ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাহেপ্রতাপ এলাকায় অবস্থিত ক্যাম্পাসের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে তারা। সবশেষ সন্ধ্যা সাড়ে ৬টা অবধি অবরুদ্ধ ছিলেন কর্মকর্তারা।