নবম-মাইগ্রেশন-মিডিয়া-অ্যাওয়ার্ড
৬ ক্যাটাগরিতে ১৬ জনকে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান
নিরাপদ অভিবাসন নিশ্চিতের পাশাপাশি মানবপাচার রোধে কাজ করতে সরকারকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আর এ খাতে নজরদারি বাড়ানোর আহ্বান বিশিষ্টজনদের। নবম মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব তুলে ধরেন বক্তারা।
'বাংলাদেশের অভিবাসনকে নিরাপদ করতে সব ধরনের সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন'
বাংলাদেশের অভিবাসন কে নিরাপদ করতে সব ধরনের সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ব্র্যাক আয়োজিত নবম মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মিলার বলেন, মানবপাচার রোধে পরিকল্পনা হাতে নিতে হবে। একই অনুষ্ঠানে ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম জানান, প্রণোদনা ছাড়াই এই খাত বা প্রবাসী আয় অর্থনীতিকে শক্তিশালী করছে।