আজ মহানবমী, প্রতিমা বিসর্জনে কাল শেষ হচ্ছে দুর্গোৎসব
নবমীর সকাল মানে অশুভ শক্তি থেকে মুক্তি। শ্রী রামচন্দ্র দুর্গার শক্তি আর আশীর্বাদ নিয়ে এই দিনে অশুভ রাবণকে বিনাশ করেছিলেন বলে একে অকাল বোধন বলা হয়। শাস্ত্রমতে, মহানবমীর দিনে নিজের মনোবাসনা জানিয়ে যজ্ঞে আহুতি প্রদান করলে ধন ও যশপ্রাপ্তি ঘটে। তবে এ বছর শুধু নবমী নয় তিথি অনুযায়ী একই দিনে শেষ হয়েছে দশমীর সকল আনুষ্ঠানিকতাও।