নাইজেরিয়ায় অপহরণ বাড়ায় উদ্বেগ; দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান পোপ লিও চতুর্দশের
নাইজেরিয়ায় বাড়তে থাকা অপহরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনজীবনে। তবে এরই মধ্যে অপহৃতদের উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে নাইজেরিয়া সরকার। এদিকে ক্যাথলিক স্কুলের অপহৃত শিশুদের মুক্তি নিশ্চিতে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ।