গায়ে-গতরে খেটে যা রোজগার- তার বেশিরভাগই ধুয়েমুছে নিয়ে যায় বানের জল। প্রতিবছর উজানের ঢলে তছনছ ভাটির জনপদ। বর্ষায় চর-দ্বীপচরবাসীর কাছে এ যেন নিয়তি। বালুচরে হাড়ভাঙ্গা শ্রমে-ঘামে যারা ফসল ফলান, তাদের যেন দেখার কেউ নেই। গবেষকদের মতে, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে চরগুলো হতে পারে অমূল্য সম্পদের উৎস।