কালিহাতীতে দোকানের আগুনে দগ্ধ হয়ে মালিকের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি দোকানে আগুন লেগে দোকান মালিক গফুর আলী (৬০) দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আজ (সোমবার, ১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে দোকানের ভেতরেই আটকা পড়ে যান গফুর আলী। পরে আগুনের তাপে ও ধোঁয়ায় দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।