কিশোরগঞ্জে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজনরা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর অভিযুক্ত নার্সকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।