বরিশালে গবাদিপশুর ঘাস চাষে আগ্রহী হচ্ছেন খামারিরা
বরিশালে গবাদিপশু মোটাতাজাকরণে উন্নত জাতের ঘাস চাষে আগ্রহী হচ্ছেন খামারিরা। পাশাপাশি চাষ হচ্ছে ভুট্টারও। সাইলেজ প্রক্রিয়ায় গবাদিপশুর খাদ্য হিসেবে সংরক্ষণ করা হচ্ছে এই ঘাস ও ভুট্টা। এতে যেমন কমছে গো-খাদ্যের খরচ; তেমনি মিটছে পশুর দানাদার জাতীয় খাবারের পুষ্টি চাহিদা। পশুপালনে খরচ কমলে উৎপাদন বাড়বে বলে মনে করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।