নিবন্ধন বাতিল প্রশ্নে আইনি লড়াইয়ে ফিরলো জামায়াত
রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে নতুন করে আইনি লড়াইয়ের পথ খুললো দলটির। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেবার পর জামায়াতের আইনজীবীরা জানান, শিগগিরই বাকি প্রক্রিয়া শুরু করা হবে।