ভারতের ত্রিপুরা, মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রসহ বেশকয়েকটি রাজ্যে ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কেবল ত্রিপুরা রাজ্যেই মারা গেছেন ১০ জন। এখনও নিখোঁজ আছে বহু মানুষ। আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে হাজারও বাসিন্দা। বন্যার পানিতে ভেসে গেছে হাজারের ওপর ঘরবাড়ি। বেশিরভাগ এলাকায় জারি আছে অরেঞ্জ অ্যালার্ট।