নামাজে কেন অন্য চিন্তা আসে? মনোযোগ দিয়ে নামাজ পড়ার নিয়ম জেনে নিন
ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে নামাজ (Salah/Prayer) অন্যতম প্রধান ফরজ ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ তা’য়ালা ৮২ বার নামাজের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ।’ (সুরা নিসা, আয়াত: ১০৩)। কিন্তু অনেক সময় দুনিয়াবি ব্যস্ততা ও নানা চিন্তার কারণে আমাদের নামাজে পূর্ণ মনোযোগ (Focus in Namaz) থাকে না। নামাজের সেই আধ্যাত্মিক স্বাদ ও একাগ্রতা (Khushu/Concentration) ফিরিয়ে আনতে নিচের ৫টি পদ্ধতি অনুসরণ করতে পারেন: