
সরকারি চাকরিসহ শিক্ষাখাতে যে যে পরীক্ষা স্থগিত, জানুন নতুন সময়সূচি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সারাদেশে সাধারণ ছুটি (Public Holiday) ও তিন দিনের রাষ্ট্রীয় শোক (State Mourning) পালন করছে সরকার। এই পরিস্থিতির কারণে একযোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নিয়োগ ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা’, ‘জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের পরীক্ষা’, ‘টিসিবির অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষা’, ‘৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা’, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী পরীক্ষা,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী পরীক্ষা, বাংলাদেশ রেলওয়ে এর সহকারী স্টেশন মাস্টার পরীক্ষা ও খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পরীক্ষা ।

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন শুরু
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত এটি চলবে। গতকাল (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়ার পর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।